বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়গুনি গ্রামের সিরাজ শিকদার নামের এক ব্যক্তিকে বসতবাড়ি থেকে জোর পুর্বক উচ্ছেদের অভিযোগ উঠেছে। চিতলমারী উপজেলার সীমান্তবত্তী মোল্লাহাট উপজেলায় বসবাস রত সিরাজ শিকদারের দুইমেয়ে লাবনী পারভীনও সাহেলা পারভীন স্থানীয় প্রভাবশালীর হুমকির মুখে ওই সম্পত্তি থেকে বেদখল হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন বলে এক লিখিত অভিযোগে জানাগেছে।
অভিযোগকারী সিরাজ শিকদার জানান, মোল্লাহাট উপজেলার গাড়ফা মৌজার-খতিয়ান নং-৮১৫/১এর ৭৪৪৭২৮ নং-দাগের ১৪ শতক সম্পত্তি ২৯২৮ নং- কবলা মূলে এস,এ রেকডীয় মালিক মকসুদুল মোল্লার ওয়ারেশ মোতাহার মোল্লাও তৈয়াবুর রহমান গংদের নিকট থেকে বিগত১৫/১২/২০১০ সালে ক্রয় করেন। এ অবস্থায় স্থানীয় কিবির চৌধুরী ও হুমা খা গংরা ওই সম্পত্তির ১০শতকই জোর করে দখল করে নিয়েছে।ফলে ক্রেতাগণ তাদের ক্রয়কৃত সম্পত্তি থেকে উচ্ছেদের ঘটনায় মানবেতর দিন কাটাচ্ছেন। এব্যপারে ওই পরিবারটি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।এরিপোর্ট লেখা পর্যন্ত অভিযোগকারীর প্রতিপক্ষের সাথে কথা বলার চেস্টা করেও কথা বলা সম্ভব হয়নি।