মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার ভবেরচরে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এর শুভ উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেহা ইন্দিরা,এমপি । এসময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, গজারিয়া উপজেলা ইউএনও হাসান সাদী, সাবেক উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ তোতা খাঁন, অতিথি পুলিশ সুপার মুন্সীগঞ্জ সার্কেল খন্দকার মোঃ আশফাকুজ্জামান, গজারিয়া থানার ওসি মোঃ হারুন অর রশিদ সহ মুক্তিযোদ্ধা গণ প্রমুখ। উদ্বোধন শেষে বক্তব্য রাখেন প্রধান অতিথি।