রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী প্যারাগণ কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় প্রতিষ্টান মাঠে পরীক্ষায় ফলাফল প্রকাশ ও শ্রেষ্ট ফলাফল অর্জনকারীদের আনুষ্টানিকভাবে এই পুরুস্কার প্রদান করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্টানের অধ্যক্ষ লতিফুর নাহার বুড়ি। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্টানের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম নান্নু। বিশেষ অতিথি ছিলেন আড়ানী আলহাজ্ব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাবাজ আলী, আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, ব্রাকের জেলা ব্যবস্থাপক সেলিম রেজা। আড়ানী আলহাজ্ব মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আবু সাইদ তোতার পরিচালনা উপস্থিত ছিলেন বাঘা উপজেলা শাখার জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শিক্ষক আমানুল হক আমান, অভিভাবক রাবিউল ইসলাম মানিক, মহাদেব কুমার দাস, শফিকুল ইসলাম প্রমুখ।
বিদ্যালয়ের বেবি শ্রেণির ছাত্রী ৪র্থ স্থান অর্জনকারী সাংবাদিক কন্যা ফাতেমা তাহসিন অংকিতাসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা প্রতিষ্টানের পরিচালকের কাছে থেকে পুরুস্কার গ্রহণ করে।