গাইবান্ধা সদরের মধ্য ফলিয়া গ্রাম থেকে ৫ টি বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির শকুন উদ্ধার করেছে জেলা বন বিভাগ।
গাইবান্ধা জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর জানান, বুধবার দুপুরে গাইবান্ধা সদরের মধ্য ফলিয়া গ্রামের উপর দিয়ে এক ঝাক বিরল প্রজাতির শকুন উড়ে যাওয়ার সময় ওই গ্রামে ৫টি শকুন পড়ে যায়। এ সময় এলাকাবাসী শকুন গুলোকে ধরে ফেলে। খবর পেয়ে সন্ধ্যায় গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহযোগিতায় শকুন গুলো উদ্ধার করে বন বিভাগে আনা হয়। শকুনগুলোর চিকিৎসার জন্য বৃহস্পতিবার দিনাজপুর সিংড়া ফরেষ্টে পাঠানো হবে। চিকিৎসা শেষে উদ্ধর্তন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীও ব্যবস্থা নেওয়া হবে।