ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম বাবের মতো জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। নিয়ামতপুর ইউনিয়ন আওয়ালীগের আয়োজনে বুধবার বিকালে চাপরাইল হাইস্কুল মাঠে এ সম্মেলন শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্ধোধন ঘোষনা করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ আব্দুল মান্নান। এ সম্মেলনের মাধ্যমে নিয়ামতপুর ইউনিয়ন আওয়ালীগের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা সহ নতুন কমিটিতে সভাপতি আব্দুল হক ও সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্করের নাম ঘোষনা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির ভাষনে এমপি আনার বলেন, আ’লীগের প্রতিটি নেতা কর্মীকে দলের জন্য ত্যাগী হতে হবে। দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরনে সবাইকে এগিয়ে আসতে হবে। আওয়ালীগের নিয়ামতপুর ইউনিয়ন কমিটির সভাপতি মোসলেম হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আওয়ালীগের উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক ইসরাইল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি মতিয়ার রহমান মতি, যুবলীগের উপজেলা শাখার সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান শিবলী নোমানী ও ও ইউনিয়নের চেয়ারম্যান আ’লীগ নেতা রাজু আহম্মেদ রনি লস্কর।
যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেলের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল হক লিটন, মোবারকগঞ্জ চিনি কলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন, ও সেচ্ছাসেবকলীগের শাহেদ কবির লিমন প্রমুখ। সম্মেলন শেষে সন্ধ্যায় এক ব্যান্ড শো এর আয়োজন করা হয়।