সুজানগর-বাঁধেরহাট সড়কের রতনগঞ্জ নামক স্থানে গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় ৫জন নির্মাণ শ্রমিক আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার হাসামপুর গ্রামের রজব আলী (৪০), নায়েব আলী (৩৮), মাজেদ আলী (৩৫), আব্দুল আজিজ (৩২) ও আবুল কাশেম (৩৫)। আহতদেরকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ওই ৫নির্মাণ শ্রমিক বাড়ি থেকে একটি ভটভটি গাড়ীযোগে সুজানগর-বাঁধেরহাট সড়ক হয়ে কাজীরহাট যাচ্ছিল। পথে রতনগঞ্জ নামক স্থানে পৌঁছে ঘন কুয়াশার কারণে গাড়ীটি সড়কের পার্শ্ববতী একটি খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোমিনুল হক বলেন দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি কেউ থানা পুলিশকে অবহিত করেন নাই।