রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক হারাগাছ থানাধীন গুলাল বুদাই সাকিনস্থ জনৈক মোঃ শরিফুল ইসলাম এর বসত ঘরের পিছন থেকে ৪ বোতল ফেন্সিডিলসহ আসামি মোঃ শরিফুল ইসলাম(২৬), পিতা-মোঃ এমারত আলী, মাতা-মোছাঃ দুলালী বেগম, সাং-গুলাল বুদাই (জমচওড়া), আরপিএমপি, রংপুর-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ কর্তৃক তাজহাট থানাধীন কিন্ডার গার্ডেন স্কুলের সামনে পাকা রাস্তা থেকে ৫ পিস ইয়াবাসহ আসামি মোঃ রাসেল মিয়া (২৮), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-তাজহাট মোড়, থানা-তাজহাট, মোঃ নাজমুল হক (২৩), পিতা-মোঃ মেহের, সাং-আলমনগর খামারপাড়া, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর, এ/পি সাং-শরে য়ারতল, থানা-তাজহাট, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ ধাপস্থ বিজয় আবাসিক হোটেল থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করার অপচেষ্টার সময় আসামি মোঃ জাফর ইকবাল (২৩), পিতা- মোঃ আজিজুল ইসলাম, মাতা- মোছাঃ জাহেদা বেগম, সাং- উত্তর সোনাখুলি, থানা- ডিমলা, জেলা- নীলফামারী-কে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত কোতোয়ালি থানায়-৩ জন, তাজহাট থানায়-৫ জন, মাহিগঞ্জ থানায়-২ জন, হারাগাছ থানায়-৩ জন এবং হাজিরহাট থানায়-৬ জনসহ মোট-১৯ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২৩৪ টি মামলা দায়ের করা হয়।