ডিজিটাল খাদ্য শষ্য সংগ্রহ ব্যবস্থাপনার আওতায় অ্যাপের মাধ্যমে রংপুরে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর বারোটায় রংপুর খাদ্য গুদামে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এতে জেলা খাদ্য নিয়ন্ত্রণ আবদুল কাদিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী ৮ বিভাগের ১৬ জেলায় অ্যাপস এর মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। এরই আওতায় রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের আওতায় এ ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ থেকে শুরু করে জানুয়ারী ও ফেব্রুয়ারী মাস জুড়ে নির্বাচিত কৃষকেরা ধান দিতে পারবেন।
জেলা খাদ্য গুদাম কর্মকর্তা আরিফ হোসেন জানান, ডিজিটাল খাদ্য শষ্য ব্যবস্থাপনার আওতায় 'কৃষকের অ্যাপস" নামক অ্যাপে এর আগে কৃষকরা নিবন্ধিত হয়েছেন। পরে তাদের আবেদন মোতাবেক লটারির মাধ্যমে কৃষকদের তালিকা নির্বাচিত করা হয়েছে। এতে রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকার ক্ষুদ্র কৃষক ১৩৫০, মাঝারি কৃষক ৫০৫, বড় কৃষক ২২৪ জনসহ মোট ২০৭৯ জন কৃষকের কাছ থেকে ২৬৯৬ মে.ট. ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ২৬ টাকা দরে ক্ষুদ্র কৃষক ১০০০ কেজি, মাঝারি কৃষক ১৬০০ কেজি ও বড় কৃষক ২৪০০ কেজি ধান দিতে পারবেন।