শ্রীমঙ্গল শহরের ক্যাথলিক মিশনে খ্রিষ্টানদের ধর্মীয় উপাসনালয়ে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ।
গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ সুপার ফারুক আহমদ শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনে যান এবং খ্রিস্টানদের ফাদার নিকোলাস বাড়ৈ এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং বড়দিনের অনু্ষ্ঠানে খ্রিষ্টানদের ফাদার ও তাদের ধর্মীয় নেতারা পুলিশ সুপার ফারুক আহমেদ'কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোহেল রানা, অপারেশনস এন্ড কমিউনিটি পুলিশ পরিদর্শক নয়ন কারকুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্হিত ছিলেন।