মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব।
গতকাল বুধবার সকালে শহরের ক্যাথলিক মিশনে খ্রিষ্টানদের ধর্মীয় উপাসনালয়ে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করতে যান জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্হানিয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
বড়দিনের অনু্ষ্ঠানে উপস্থিত হলে খ্রিষ্টানদের ফাদার ও তাদের ধর্মীয় নেতারা আব্দুস শহীদ এমপি'কে ফুল দিয়ে বড়দিনের শুভেচ্ছা জানান।
এ সময় উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপিও খৃিস্টান মিশনের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান।