বড়দিন উপলক্ষে শ্রীমঙ্গলের হোসনাবাদ ৬ নম্বর খাসিয়া পুঞ্জিতে কম্বল বিতরন করলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এ সময় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম হেসেনাবাদ ৬ নম্বর খাসিয়া পুঞ্জিতে যান এবং পুঞ্জির খৃস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় খাসিয়ারাও উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান। উৎসবম্খুর পরিবেশে তিনি সবাইকে নিয়ে বড়দিনের কেক কাটেন।
পরে খাসিয়া পুঞ্জির অসচ্ছল, দরিদ্র ও দু:স্ত ৪০ টি পরিবারের মাঝে তিনি কম্বল বিতরন করেন।