বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বোদা উপজেলা শাখার নির্বাচনে মোঃ আজগর আলী হারুন সভাপতি এবং মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৫২৮ জন ভোটারের মধ্য ৫০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৩ জন প্রাথী এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিন্দন্দ্বীতা করেন। এতে মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলী হারুন ২২৪ ভোট পেয়ে সভাপতি এবং বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েল সহকারি শিক্ষক মিজানুর রহমান ২২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।