পঞ্চগড়ের বোদায় বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে র্গীজায় ও ধর্মীয় উপসনালয়ে বড় দিন উপযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বোদা উপজেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি যাকোব সরকার, সাধারণ সম্পাদক পালুস বাস্কে সহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা বিভিন্ন গীর্জায় ও ধমীয় উপসানালয় পরিদর্শন করে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও পাথরাজ টালিথা কুমি সেন্টার, বংশীধর ২৪২ বিডি ও পুঠিমারী মিশনে পৃথক পৃথক ভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসুচীর মাধমে বড় দিন উদযাপন করে।