রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, ভিক্ষুকদের পুনর্বাসন করে নতুন আত্মকর্মস্থান তৈরী করছেন বর্তমান সরকার। বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। দেশে আর কোন ভিক্ষুক থাকবে না। ভিক্ষুকদের নতুন নতুন কর্মস্থান তৈরী করে তাদেরকে গড়ে তুলা হবে। মন্ত্রী বুধবার পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিতে¦ ভিক্ষুকদের উপকরণ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার নাইমুর ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওয়াহিদুুজ্জামান সুজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউ’পি চেয়ারমানসহ বিভিন্নস্তরের দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মন্ত্রী নিজে ভিক্ষুকদের হাতে গরু-ছাগল ও ভ্যানগাড়ি এবং দোকানঘর তুলে দেন।