রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত পল্লী পাঁচগাছি ইউনিয়নের জ্যোতিডাঙ্গা বিল লীজ নিয়ে বিপাকে পড়েছেন ভুমিহীন সমিতির সদস্যরা। স্থানীয় প্রভাবশালীরা ওই বিলে তাদের নিজেদের জমির সাথে বিলের জমিতে পুকুর খনন করে কৌশলে বিলের মাছ পুকুরে নিয়ে তা আহরন করছেন। যে কারনে বিলে ৭ মন মাছের পোনা অবমুক্ত করেও মুনুফা করতে পারছেন না তারা। ফলে ভুমিহীন সমিতির সদস্যদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। বিষয়টিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেও আশানুরুপ কোন ফল পাননি। ভুমিহীন সমিতির সভাপতি আব্দুল ওহাব জানান,১৬ একর ২ শতকের জ্যোতিডাঙ্গা বিল সরকারের কাছে ৩ বছরের জন্য লীজ নিয়ে সমিতির অর্থায়নে ৭ মন পোনা অবমুক্ত করা হয়। সরকারীভাবে ওই বিলে আরও ৬০ কেজি পোনা সরবরাহ দেয়া হয়। কিন্তু বিলের চারপাশে পৃথক ২৩ টি পুকুর খনন করে এলাকার প্রভাবশালীরা বিলের সিংহভাগ মাছ নিজেদের পুকুরে নিয়ে কৌশলে আহরন পুর্বক মুনাফা লুটছেন। সরেজমিন খোঁজ নিতে গেলে ভুমিহীন সমিতির সদস্য রাঙ্গা মিয়া,নুরুল হক,আবুল কাশেম,কুলসুম বেগম,মাহবুব মিয়া,সায়েরা বেগম জানান,প্রতি বোরো মওসুমে স্যলোমেশিনে বোরোক্ষেতে বিলের পানি সেচ দেয়ার কারনে বিলের পানি শুকিয়ে গেলে পুকুরের পাড় জেগে ওঠে। এতে সুবিধেমতো পুকুরগুলো সেচ দিয়ে প্রচুর মাছ আহরন করেন আশপাশের বিত্তবানরা। এছাড়া শুস্ক মওসুমে ওইসব সংঘবদ্ধ প্রভাবশালীরা স্যালো মেশিন দিয়ে পুকুর খননের নামে বালু উত্তোলন করে বিক্রি করে। এতে একদিকে যেমন বালুর ব্যবসা জমে উঠে, অপরদিকে বিলের চাইতে পুকুরের গভীরতা বেশী হয়। এতে বিলের অবমুক্তকৃত মাছ পুকুরে গিয়ে আশ্রয় নেয়ায় তা সমুদয় আহরন করা প্রভাবশলীদের জন্য সহজ হচ্ছে। তারা আরও জানান,আমরা গরীব বলে এলাকার কেউ গুরুত্ব দেয় না,আমাদের কথা কেউ শুনতেও চায় না। সমস্যাগুলো একাধিকবার পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভুমি) সঞ্জয় কুমার মহন্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিনকে লিখিতভাবে অবগত করার পরেও কোন কাজ হয়নি। ভুমিহীনদের সহায়তাকারী সংগঠন ‘নিজেরা করি’র বিভাগীয় সমন্ময়ক মামুনুর রশীদ ,অঞ্চল সমন্ময়ক কানিজ সুলতানা সাথী,জাহাঙ্গিরাবাদ শাখার কর্মসুচি সংগঠক জয় শংকর বলেছেন,বিলের চারধারে সীমানা পিলার দিয়ে চিহ্নিত পুর্বক বিলঘেঁষে প্রভাবশালীদের পুকুর খনন বন্ধ করা হলে এসব অস্বচ্ছল ভুমিহীন মৎস্যজীবিদের জীবিকার মান উন্নয়নে অনেক সহায়ক হবে। এলাকার বিজ্ঞজনদের মতে জরুরী ভিত্তিতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া না হলে ভবিষ্যতে বিষয়টি আরও জটিল রুপ নিতে পারে।