কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাথমিক ২১৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১৩৩টি কেজি স্কুলে সরকারী বিনামূল্যে বিতরনকৃত বিদ্যালয় সমূহে প্রতিটি বিদ্যালয় বই সরবরাহে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোনতাকিমুর রহমানের নেতৃত্বে দুইশত টাকা হারে প্রায় লক্ষাধিক টাকা পরিবহন খরচের আদায় করেছে বলে বিদ্যালয়েরর কয়েকজন শিক্ষক অভিযোগ করেছে। অভিযোগে প্রকাশ প্রতিটি বিদ্যালয়ের বিতরনের জন্য রক্ষিত পূর্বতারাগুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গোডাউন থেকে শিক্ষকরা নিয়ে থাকে নিয়মতান্ত্রিক ভাবে। বিনামূল্যে বিতরণের জন্য সরকারী এ বই বিতরনে াকা আদায় করায় শিক্ষকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করতে দেখা গেছে। এ শিক্ষা কর্মকর্তা মোঃ মোনতাকিমুর রহমান দৌলতপুরে যোগদানের পর থেকেই একর পর বিভিন্ন প্রকার অনিয়ম ও দূর্নিতি চালিয়ে আসছে বলে অভিযোগ প্রকাশ। ভূক্তভোগী শিক্ষকগন তদন্ত পূর্বক এ শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহন সহ দৌলতপুর থেকে অপসারন দাবী করেছে।