নোয়াখালীতে যৌতুকের দাবীতে আট বছরের শিশু সন্তানকে বেঁধে রেখে নিলুফার ইয়াছমিন কলি (২৭) কে চুল কেটে গরম খুন্তি দিয়ে সারা শরীরে ছ্যাকা দিয়ে নির্যাতনের ঘটনায় তার স্বামী মোশাররফ হোসেন উজ্জল (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে আড়াইটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে সুধারাম মডেল থানায় হস্তান্তর করে। গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন উজ্জল জেলার বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন জানান, নির্যাতনকারী মোশাররফ হোসেন উজ্জলকে ধরতে বিভিন্ন স্থানে অভিযানে নামে পুলিশ। যেহেতু সে বিদেশ থাকে তাই এ ঘটনার পর যেন সে দেশের বাহিরে গিয়ে পালাতে না পারে সেজন্য প্রতিটি বিমান বন্দর ও স্থলবন্দরে তার পাসপোর্টের ছায়া কপি ও ছবি পাঠানো হয়েছিলো। এর সূত্র ধরে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ২০০৯ সালের ৮ অক্টোবর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের ইউসুফ আলীর মেয়ে নিলুফার ইয়াসমিন কলির সাথে পারিবারিকভাবে মোশাররফ হোসেন উজ্জলের বিয়ে হয়। তাদের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের জন্যে উজ্জল কলির ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। এরপর থেকে একাধিকবার বিদেশ যাওয়ার জন্য বাবার বাড়ী থেকে কলি টাকা এনে দেয় উজ্জলকে। পরে সে ওই টাকা দিয়ে সৌদিতে যায়।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, গত ২ মাস আগে উজ্জল দেশে এসে জেলা শহর মাইজদী বছিরার দোকান এলাকায় তাদের ভাড়া বাসায় উঠে। দেশে এসেই উজ্জল একই কায়দায় যৌতুকের জন্য কলির ওপর আবারও নির্যাতন শুরু করে। সর্বশেষ গত বুধবার রাতে উজ্জল আবারও কলিকে মারধর শুরু করে। এর একপর্যায়ে শিশু সন্তানকে বেঁধে রেখে কলির মাথার চুল কেটে দিয়ে গরম খুন্তি দিয়ে সারা শরীর ঝলসে দেয় উজ্জল। পরে গোপনে ছেলেকে নিয়ে মাইজদীর বাসা থেকে পালিয়ে বাবার বাড়ী সোন্দলপুর চলে আসে কলি। শুক্রবার তাকে চিকিৎসার জন্য কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানেও সন্ত্রাসী নিয়ে হামলা চালায় উজ্জল। সোমবার উন্নত চিকিৎসার জন্য কলিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। সেখান থেকে রাতে কলিকে জেলা সদরে নেওয়ার সময় আবারও ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে উজ্জল। পরে, স্থানীয়দের তাড়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বর্তমানে কলি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।