পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তেল পাম্প সংলগ্ন সইম উদ্দীন সুপার মার্কেটে জাতীয় পতাকা উত্তোলন করে ও লাল ফিতা কেটে রেজি নং- রাজ- ৩০৫২ এই শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়। ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আটোয়ারী শাখার সাধারণ সম্পাদক জয় চন্দ্র’র সঞ্চালনায় ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আটোয়ারী শাখার সভাপতি মোঃ মনোয়ার সেলিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং শুভ উদ্বোধন ঘোষনা করেন। বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ফকিরগঞ্জ বাজার বণিত সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ অন্যানের মধ্যে আটোয়ারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধূরী রকি, বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সাহাদাত হোসেন, প্রবীন সাংবাদিক মোঃ ইউসুফ আলী, শাহীনুর ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, মইজউদ্দীন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।