মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় আলহাজ্ব নান্নু বেপারী ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার গরিব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
বুধবার উপজেলার হলদিয়া জাগরনী সংঘের মাঠে মানবতার দৃষ্টি নামের সদ্য প্রতিষ্ঠিত একটি সামাজিক সেবামূলক সংগঠনের আয়োজনে এবং হলদিয়া জাগরনী সংঘের সার্বিক তত্বাবধানে আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে এলাকার প্রায় সহ¯্রাধিক গরিব ও দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়। সকল ১০ ঘটিকা থেকে সারাদিন ব্যপী এই চিকিৎসা ক্যাম্পে মেডিসিন,শিশু,গাইনী ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা রোগীদের সেবা প্রদান করা হয়। এছাড়াও রোগীদের জন্য বিনামূল্যে রক্ত পরীক্ষা,এইচ বি এস এজি সহ ডায়াবেটিস পরীক্ষারও ব্যবস্থা করা হয়।
এই চিকিৎসা সেবা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।এসময় আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মোঃ রাশেদুজ্জামান, নান্নু গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বি এম শোয়েব, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম খান, কনকসার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মাষ্টার, বি এম শামীম, সাংবাদিক অলোক কুমার মিত্র, মোঃ আল আমিন সিপার, আরিফ হোসেন খান বাবু, মোঃ খোরশেদ আলম প্রমূখ।