শ্রীমঙ্গলে বাংলাদেশের বিরল পাখি 'বাঘা বগলার' দেখা মিলেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শ্রীঙ্গলের হাইল-হাওরে বিরল এ পাখির দেখা মেলে।
শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব জানান, উপজেলার পাঁচগাও গ্রামের জনৈক কানাই সরকার মাছ ধরার জন্য হাওরে বড়শি পেতে রাখে। ওই বড়শিতে বাঘা বগলাটি আটকা পড়ে। কানাই সরকার পাখিটি ধরে বাড়ি নিয়ে আসেন এবং বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে খবর দেন।
খবর পেয়ে সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব গতকাল রাতেই পাঁচগাও যান এবং পাখিটি নিয়ে আসেন। পাখিটি এখন শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে রয়েছে।
ওয়ার্ল্ডফিস এর ঢাকা অফিসের ডিভিশনাল এডমিনিস্ট্রেটর ও ফ্রেন্ডস অব বাইক্কা বিলের কনভেনার মাজহারুল ইসলাম জাহাঙ্গীর জানান, এ নিয়ে চতুর্থবারের মতে এ পাখিটি সিলেট অঞ্চলের হাওরে দেখা গেল। এর আগে ২০১০ সালের ১৪ নভেম্বর শ্রীমঙ্গলের হাইল-হাওরে এ পাখিটির দেখা পাওয়া গিয়েছিল।
বিদেশি পাখি বিশেষজ্ঞ পল থম্পসন জানান, ১৯৯২ সালে সুনামগঞ্জের হাওরে এবং ১৯৯৩ সালে মৌলভীবাজারের হাকালুকি হাওরে বাঘা বগলার দেখা পাওয়া যায় ।
সংশ্লিষ্ট সুত্র জানায়, সিলেট বিভাগের হাওর ছাড়া আজ পর্যন্ত অন্য কোথাও এ পাখিটি দেখতে পাওয়া যায় নি। সুত্র জানায়, বাঘা বগলা বাংলাদেশে কোন সময় বাসা বাঁধে না।
জানা গেছে, সাইবেরিয়া ও তুন্দ্রা অঞ্চলে মার্চ-এপ্রিল মাসে এরা ডিম দেয় এবং বাসা বাঁধে। প্রজননের পুর্বে এরা ওইসব অঞ্চলে চলে যায়। বাঘা বগলার ইংরেজী নাম গ্রেট বিটার্ন। বাংলাদেশে যে চার জাতের বগলা দেখতে পাওয়া যায় তারমধ্যে বাঘা বগলা অন্যতম। বাঘা বগলা বাংলাদেশের সবচেয়ে বিরল বগলা।
মাজহারুল ইসলাম জাহাঙ্গীর বলেন, পরিবেশ অনুকুলে থাকলে হাইল-হাওর বিলুপ্তপ্রায় পাখি ও প্রাণীদের আবাসস্হল হিসেবে গড়ে উঠবে। তিনি জীববৈচিত্র্য সংরক্ষণে স্হানিয় মানুষজনকে সচেতন হবার আহবান জানিয়েছেন।