শ্রীমঙ্গলে বাল্যবিবাহ প্রতিরোধপূর্বক মাতৃমৃত্যু হ্রাসকরন পরামর্শ কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কর্মশালা অনু্ষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ'এর আয়োজনে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এওয়াইএম গোলাম কিবরিয়া।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন-- এসপিসিপিডি প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর ও যুগ্ম সচিব এমএ কামাল বিল্লাহ, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর আব্দুর রহিম ভূইয়া, ইউএনএফপিএ'এর এডভোকেসি অফিসার খন্দকার জাকিউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, এসিল্যাণ্ড মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক প্রমুখ।
কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, চা-শ্রমিক নেতা, মসজিদের ইমাম, পুরোহিত, স্বাস্হ্য বিভাগের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় শতাধিক নারী- পুরুষ অংশগ্রহন করেন।