ভূরুঙ্গামারী উপজেলার সোনাতলী পূর্বপাড়া বটতলা মোড় জামে মসজিদের উদ্যোগে এক বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরান মাহফিল বটতলা মাঠে গতকাল সোমাবার অনুষ্ঠিত হয়েছে। ওই মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জন নন্দিত আলোচক, চিত্র নায়ক মিঠুন চক্রবর্ত্তীর ছোট ভাই (নব মুসলিম) পূর্ব নাম দয়াল চক্রবর্ত্তী, পরিচালক, শিলিগুড়ি নিমতলা দারুল উলুম রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা, কলকাতা, ভারত থেকে আগত হযরত মাওলানা নূরে আলম সিদ্দিকী। দ্বিতীয় বক্তা ছিলেন মাওলানা মোঃ মাহবুবুল আলম, আরবি প্রভাষক, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, আলহাজ¦ জালাল উদ্দিন মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবু সালেহ বিএসসি, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আলহাজ¦ সহিদুল আলম ব্যাপারী, হাফেজ মোঃ হারুন অর রশিদ (ইমাম) প্রমুখ। প্রধান বক্তা মুসলিম হওয়ার পূর্ণ ঘটনা তাঁর বক্তব্যে আলোচনা করেন। ধর্ম ত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, তার দুরারোগ্য ব্যধি সুদুর আমেরিকা পর্যন্ত চিকিৎসা করে ব্যর্থ হয়ে মনে মনে ভাবেন, তার রোগ ভাল হলে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হবেন। মুসলিম হওয়ার পর তিন দিন তিন রাত পারিবারিকভাবে অমানুষিক নির্যাতনের স্বীকার হন তিনি। মা একদিন গভীর রাতে তাঁর হাত-পায়ের বাঁধন খুলে দিয়ে বলেছেন, “বাবা যেখানে শান্তি পাও, সেখানে তুমি চলে যাও। আমি মা হয়ে এত কষ্ট দেখতে চাইনা।” প্রধান বক্তার আলোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি হাফেজ মোঃ হারুন অর রশিদ সভার কার্য সমাপ্ত করেন।