ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রাম থেকে গভীর রাতে মিন্টু মিয়া নামে এক কৃষকের চাষের ৪টি গরু চুরি হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
কৃষক মিন্টু মিয়া জানান, আমি সর্বশেষ রাত ১২ টার দিকে গরুর খাবার দিয়ে ঘুমিয়ে পড়ি। ভোরে উঠে দেখি আমার গোয়ালের ৪টি গরুই চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। আমার গরু চারটির আনুমানিক মুল্য প্রায় ৪ লক্ষ টাকা। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ করবো। এর আগে ওসি মাহফুজুর রহমান বলেছিলেন অঅর গরু চুরি হবে না। কিন্তু আবার ও এক কৃষকের ৪ টি গরু চুরি হল। কালীগঞ্জে প্রায় রাতে গরু চুরি হলে ও পুলিশ এ পর্যন্ত একজন গরু চোর কে আটক করতে পারেনি। গত ২৪ নভেস্বর রাতে শহরের বাকুলিয়া গ্রাম থেকে এক রাতে আলা উদ্দিনের ৪টি গরু চুরি হয়। একই রাতে বাকুলিয়া গ্রাম থেকে আব্দুস সাত্তার ও আব্দুর রহমানের ৪টি গরু চুরি হয়। বর্তমানে কালীগঞ্জে গরু চুরির ঘটনা ক্রমেই বাড়ছে। এ ছাড়া সাধারন চুরি তো অহরহ হতেই আছে।
কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গরু চুরির ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।