কালীগঞ্জে চাঞ্চল্যকর মাদ্রাসার হাফেজ পড়–য়া ছাত্র আলআমিন (১৩) হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও সুষ্ট বিচারের দাবীতে সংবাদ সন্মেলন করেছে তার পরিবার। মঙ্গলবার বিকালে শহরের আড়পাড়া নতুন বাজারে সাওতাল হেরা ক্যাডেট হাফেজুল কোরআন মাদ্রাসার অনুষ্টিত সংবাদ সন্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সন্তান হারা আলআমিনের পিতা আব্দুর রাজ্জাক।
সন্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান, দূষকৃতিকারীরা গত ১ ডিসেম্বর আড়পাড়া গ্রামের একটি ওয়াজ মাহফিল থেকে অপহরন করে তার পুত্রকে নির্মমভাবে খুন করে। লাশ উদ্ধারের পর পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই গ্রামের ডালুর ছেলে সাব্বির ও মিল্টনের ছেলে হৃদয় নামে দু’যুবককে আটক করেছে। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে। হত্যাকান্ডের বিষয়ে পরিবার জানায়, ওই দু’যুবক মাদকাসক্ত ও উসৃংখল প্রকৃতির। ইতিপূর্বে তাদের দ্বারা তার পরিবারটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তার পুত্র অপহরনের পর মোবাইলে পাঠানো হুমকির ম্যাসেজ সহ ওই দুই যুবকের নানান কর্মকান্ডে তারাই জড়িত বলে শিশুটির পরিবার অভিমত ব্যাক্ত করেন।
সন্মেলনে উপস্থিত শিশু আলআমিনের পরিবারের সদস্যরা আরো জানায়, এ হত্যাকান্ডের মামলাতে তারা কোন নাম না দিলেও ওই দু’যুবকদের পরিবারের পক্ষ থেকে তাদের পরিবারকে হুমকি দিয়ে চলেছে। এমনি হত্যাকান্ডের ঘটনার পর পরই তাদের নিয়ন্ত্রনাধীন সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর তেল পাম্প ও প্রতিবদ্ধি স্কুল থেকে কোন কারন ছাড়াই আমার পরিবারের দুই জনকে চাকুরী থেকে ছাটাই করে দিয়েছে।তাতে করে মনে হয় ঐ পরিবারের দু,যুবক হত্যার সাথে জড়িত রয়েছে। তাদের কর্মকান্ডে আমরা শংকিত হয়ে পড়েছি। ইতিমধ্যে তারা প্রশাসনকে ম্যানেজ করে হত্যা মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন।লিখিত বক্তব্যে নিহতের পিতা বলেন, তার ছেলে আল আমিন (১৩) নতুন বাজার সাওতুল হেরা তাহ্ফিযুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় হাফেজী পড়াশুনা করতো। গত ৩০ নভেম্বর বাসার সামনে আড়পাড়া আলহাজ্ব আমজাদ আলী মাদ্রাসায় মাহফিল শুনার উদ্দেশ্যে সন্ধ্যা ৭ টার দিকে বাসা থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করাসহ পরদিন কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
তিনি আরো জানান, নিখোঁজের ৫ দিন পর আড়পাড়া গ্রামের আব্দুস সামাদ মিল্টন তাকে খবর দেন যে তার বাড়ির পাশে শিশু আল-আমিনের মৃতদেহ পড়ে আছে। পরে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। পরে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে তিনি কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। যার মামলা নং-০৩। তারিখ-০৫/১২/২০১৯ ইং।
সংবাদ সম্মেলনে তিনি সন্দেহে প্রকাশ করে বলেন, আড়পাড়া গ্রামের মুশফিকুর রহমান ডাবলুর ছেলে সাব্বির ও আব্দুস সামাদ মিল্টনের ছেলে হৃদয় হত্যাকান্ডের সাথে জড়িত। তারা ইতিপূর্বে এলাকায় নানা প্রকার অপরাধমূলক কর্মকান্ড করে বেড়াতো।
তিনি আরো বলেন, তার এক ভাইজি কে মুশফিকুর রহমান ডাবলুর ছেলে সাব্বির বিরক্ত করতো। যার কারনে তাকে অন্যত্র বিয়ে দেয়া হয়। এ ঘটনায় সাব্বির তাদের উপর ক্ষিপ্ত ছিল এবং উম্মাদের মত দলবল নিয়ে এলাকায় বিচরণ করে বেড়াতো। তারাই এ হত্যাকা-ের সাথে জড়িত বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। তিনি ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি করেন।
সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক ছাড়াও তার পিতা আনোয়ার হোসেন, বড় ভাই জাহাঙ্গীর আলম, মেজে ভাই ফারুক হোসেন ও চাচাতো ভাই হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মতলেবুর রহমান জানান, মাদ্রাসা ছাত্র আল-আমিন হত্যার সাথে জড়িত সন্দেহে সাব্বির ও হৃদয়কে গ্রেফতার করে উক্ত মামলায় জেল-হাজতে পাঠানো হয়েছে। হত্যার সাথে সাব্বির ও হৃদয় জড়িত বলেও তারা তথ্য পেয়েছেন। বর্তমানে মামলাটি যশোর পিবিআই তদন্ত করছেন বলে তিনি উল্লেখ করেন।
পরিবারটি জানায়, প্রেম নারী ঘঠিত ঘটনায় প্রশ্রয় না দেওয়ার শত্রুতাবশত ওই দুই যুবকের দ্বারাই শিশু আলআমিন খুন হতে পারে। তারা এ খুনের সাথে সহযোগিতা ও জড়িতদের দ্রুত শাস্তি দাবীতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সন্মেলনে শিশুটির পরিবারের পক্ষ থেকে হাফিজুর রহমান সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেনএদিকে কালীগঞ্জ থানাতে এজাহারভুক্ত শিশু আলআমিন হত্যার চাঞ্চর্যকর ওই মামলাটি গত ২৩ ডিসেম্বর থানা পুলিশ থেকে পিবিএ তে হস্তান্তর করা হয়েছে।