নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মীর আহম্মদপুর ফাযিল ডিগ্রী মাদরাসার শতবর্ষ উদযাপন করেছে প্রতিষ্ঠানটির প্রাক্তম ও বর্তমান শিক্ষার্থীরা। এ উপলক্ষে বুধবার সকাল থেকে মাদরাসার অধ্যক্ষ মোঃ ছেরাজুল করিম ভূঁইয়া সভাপতিত্বে ও প্রাক্তম ছাত্র নুরুল আলম সবুজ এবং আহম্মদ উল্লাহ আজিজীর সঞ্চালনায় আলোচনা সভা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
এউপলক্ষে শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক মোঃ মোস্তফা জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কারন, বিশেষ অতিথি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এ.কে.এম সাইফুল্লাহ, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে হোসেন বাদশা, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, শিল্পপতি আবুল হাশেম, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছানা উল্লাহ, কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিন উল্লাহ , মাওলানা কামাল উদ্দিন, হাফেজ শফিউল্লাহ সেলিম, ওহিদুর রহমান রাশেল, প্রকৌশলী আনোয়ার হোসেন, মাওলানা আবু সুফিয়ান, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক, নুরুল আলম আতিকী, মাওলানা আবদুর রহমান, হাফেজ তাজুল ইসলাম, ওয়ালী উল্লাহ, আবদুর রহমান, হাফিজ উল্লাহ ফরহাদ, নুরুল আফসার প্রমুখ।