রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানা পুলিশ কর্তৃক সোটাপীর মোড়ে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামি মোঃ নুর আলম (৪০), পিতা-মৃতঃ ফজল আলী, সাং-হনুমান তলা মাষ্টার পাড়া, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে ২৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর মেট্রোপলিটন হারাগাছ মধ্যপাড়া গ্রামস্থ পলাতক আসামি মোঃ হারুন অর রশিদ (৩৯), পিতা-মৃত হাসেন আলী, গ্রাম- কার্তিক (মধ্যেপাড়া), থানা- হারাগাছ, মহানগর রংপুর এর বসত বাড়ী থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধারÍ হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলা দায়ের করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত কোতোয়ালি থানায়-০২ জন, মাহিগঞ্জ থানায়-০২ জন, হারাগাছ থানায়-০৩ জন, পরশুরাম থানায়-০১ জন এবং হাজিরহাট থানায়-০৬ জনসহ মোট-১৪ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২৩৬ টি মামলা দায়ের করা হয়।