বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয় সভা ও প্রশিক্ষণ কর্মশালা ২৪ ডিসেম্বর রংপুর জেলা পুলিশ লাইন্স স্কুল এ- কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ। এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর, বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার, রংপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেনা বেগম বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম ও সভাপতি বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)। এছাড়াও শেহেলা পারভীন, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ উইমেন্স নেটওর্য়াক, শামিমা পারভীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), নগর বিশেষ শাখা, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর ও সভাপতি রংপুর রেঞ্জ ও মেট্রোপলিটন কো-অর্ডিনেশন কমিটি, বিপিডব্লিউএন, মোছাঃ লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার, আরআরএফ, রংপুর, শাওন শায়লা, অতিরিক্ত পুলিশ সুপার, বিশেষ শাখা ঢাকা, রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার, পিটিসি, রংপুর, রেজানুর বেগম, সহকারী পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স), রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এবং ০৫ টি জেলা (রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর) ও আরআরএফ, রংপুর থেকে আগত নারী পুলিশ সদস্যগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের পরিবর্তিত অপরাধ মোকাবেলায় তৎপরতা বৃদ্ধি, নারীর উন্নয়ন ও নের্তৃত্ব প্রদানের যোগ্যতা অর্জনের লক্ষ্য নিয়ে ২০০৮ সালের ২১ শে নভেম্বর বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওর্য়াক গঠিত হয়।
দিনব্যাপী কর্মশালায় নারী পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি করতে শৃঙ্খলা, মাঠ পর্যায়ে কাজের চ্যালেঞ্জ মোকাবেলা, আইসিটি বিষয়ক প্রশিক্ষণ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সাথে কাজের চ্যালেঞ্জ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।