রাজশাহীর মোহনপুরে স্বামীর বাড়ি হতে নিখোঁজের ৫ মাসেও সন্ধান মিলেনি গৃহবধূ শারমিন বেগম (২৫)। ওই গৃহবধূর মা রফেলা বেওয়া বাদি গত ২৯ নভেম্বর মোহনপুর থানায় নিখোঁজের জিডি দায়ের করেছেন।
জানা গেছে, মোহনপুর উপজেলার সইপাড়া পশ্চিমপাড়ার গ্রামের মৃত আব্দুস সাত্তার আলী ছেলে মধু বিক্রতা প্রকৃত নাম গোপর রেখে ডাক নাম রবিউল ইসলাম দিয়ে ২ বছর পূর্বে বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহার আলীর মেয়ে শারমিন বেগম (২৫) দ্বিতীয় বিয়ে করেন। পরিচয়পত্রে নাম রয়েছে সবেদ আলী (৪২)।
গতকাল বুধবার উপজেলার সইপাড়া গ্রামের সরেজমিনে গিয়ে জানা গেছে, গত জুন মাসে গৃহবধূ নিখোঁজ হয় গৃহবধূ শারমিন বেগম (২৫)। গৃহবধূ নিখোঁজের পর স্বামীর পক্ষ থানায় কোন সাধারণ ডাইরি করা হয়নি। গৃহবধূর মা রফেলা বেওয়া প্রায় ৪ মাস ধরে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে মেয়ের সন্ধান না পেয়ে অবশেষে ২৯ নভেম্বর মোহনপুর থানায় সাধারণ ডাইরী করেন। মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, থানার সাধারণ ডায়রি হওয়ার পর বিভিন্ন থানায় সন্ধানের লক্ষে বার্তা প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, গৃহবধূকে খেঁাঁজের বের করার জন্য থানার পুলিশ প্রতিনিয়ত প্রতিটি থানায় খোঁজখবর নিচ্ছেন।