নওগাঁর রাণীনগরে একটি সেনেটারী কারখানায় রাতের আঁধারে দূর্বৃত্তরা হামলা চালিয়ে সিমেন্টের তৈরিকৃত রিং,চাড়ী,পাইপ ও খুঁটিসহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল ভাংচুর করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনগত রাতে উপজেলার আবাদপুকুর বাজারের বেবিস্ট্যান্ড নামক এলাকায়।
কারখানার মালিক শহিদুল ইসলাম জানান,প্রতি দিনের ন্যায় আসবাবপত্র তৈরি ও বিক্রি শেষে মঙ্গলবার রাতে বাসায় চলে যান। সকালে কারখানায় এসে দেখতে পান কে বা কাহারা তার কারখানায় হামলা চালিয়ে রাতের আঁধারে তিন শতাধীক পিচ রিং, ১৫০পিচ খুঁটি ও প্রায় ৮০ পিচ চাড়ী ও পাইপসহ প্রায় তিন লক্ষ টাকার বিভিন্ন মালামাল ভাংচুর করেছে। তবে পূর্ব শত্রুতার জে¦র ধরে কেউ এ কাজ করেছে বলে জানিয়েছেন তিনি।
এব্যাপারে রাণীনগর থানার ওসি (তদন্ত ) আবদুল গণি বলেন,এঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।