পাবনার সুজানগরে গত মঙ্গলবার পানিতে ডুবে মামুন হাসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার উদয়পুর গ্রামের মজিবর রহমানের ছেলে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু মামুন বাড়ির সবার অজান্তে বাড়ি সংলগ্ন একটি পকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোঁজা খুঁজি করে ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।