ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের দু'টি দোকানে চুরি সংঘটিত হয়েছে।
কোটচাঁদপুর শহরের ইসলামি ব্যাংকের দুধসরা সড়কের এটিএম বুথের পাশের দু'টি দোকানে আজ বুধবার ভোর ছয়টার দিকে এ চুরি সংঘটিত হয়। চোরেরা দু'টি দোকানে বিশেষ কায়দায় তালাবন্ধ সার্টার তুলে দোকানে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা নিয়ে শটকে পড়ে। ভুক্তভোগী "শ্যামল চাউল ঘর"-এর মালিক শ্যামল বলেন- পার্শ্ববর্তী একটি সিসি ক্যামেরায় দেখা যায় ৪ ব্যাক্তি তার দোকানের চুরির কাজ সম্পন্ন করে। তিনি বলেন- দোকান থেকে ১৫ হাজার টাকা খোলা গেছে। তবে সিসি ক্যামেরা দুরে হওয়ার চোর চেনা যায়নি। অপর ভুক্তভোগী রতœা বস্ত্রালয়ের মালিক শুনিল ঘোষ বলেন- তার দোকান থেকে একই কায়দায় চোরেরা ৩৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম বলেন- ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। তবে এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। তার পরও চোর সনাক্তের কাজ চলছে।