রাজশাহীর বাঘায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফতেপুর বাউসা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সড়ক দূর্ঘটনায় তিনি আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ১২টার দিকে মারা যায়।
জানা যায়, প্রধান শিক্ষক আবদুর রশিদ শীতকালিন খেলাধুলা উপজেলা আন্তঃস্কুল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান পারসাওতা বিনোদপুর উচ্চবিদ্যালয় যায়। অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি ফেরার পথে বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের নিকটে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ১২টার দিকে মারা যায়।
উল্লেখ্য, তার বয়স হয়েছিল ৫৭ বছর। তার স্ত্রী ২ কন্যা ও ১ ছেলে রয়েছে। আবদুর রশিদ উপজেলার ফতেপুর বাউসা গ্রামের মৃত পলান মেদ্দার ছেলে। বুধবার (২৫ ডিসেম্বর) বেলা আড়াইটায় ফতেপুর বাউসা উচ্চবিদ্যালয়ের মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।