সারা বিশ্ব তথা গোটা বাংলাদেশের ন্যায় কুড়িগ্রামের খ্রিস্টান সম্প্রদায়ও বড় দিনের উৎসবখ্রিস্টমাস ডে উপাসনা,প্রার্থনা,আনন্দ উৎসব ও উপহার বিনিময়সহনানা আয়োজনে মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করছে।
বুধবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে জেলা সদরের পৌর এলাকার পুরাতন স্টেশন রোডের পাশে কুড়িগ্রাম প্রেস বিটেরিয়ান চার্চের পালক রেভারেন্ড ফোরকান আল মসিহ বিশেষ উপাসনায় প্রার্থনাসহ বাইবেল থেকে ভক্ত অনুরাগীদের মাঝে শিক্ষা দান করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি এডভোকেট মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এসময় রেভারেন্ড ফোরকান আল মসিহ,শিমিয়ন সরকারসহ অনেকেই উপস্থিত ছিলেন। শেষে ভক্ত অনুরাগীরা পরস্পরের মধ্যে কুশল বিনিময়সহ উপহার বিনিময় করেন।