বাগেরহাটের চিতলমারীতে চিতলমারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন এস এম ইদ্রিস, জেলা ব্যবস্থাপক কাল্ব লিঃ, বাগেরহাট। সভায় সভাপতিত্ব করেন এস এম ইদ্রিসুর রহমান, সভাপতি, চিতলমারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কো-অপারেটিভ ক্রেডিট ই্উনিয়ন এর সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সম্পাদক মোঃ গোলাম ফারুক বুলু ,কোষাধ্যক্ষ সঞ্জিত কুমার মন্ডল, বোর্ড সদস্য মোঃ ইব্রাহিম ফকির, ঋনদান কমিটির সদস্য রতন কুমার গোলদার, সাংবাদিক একরামুল হক মুন্সী ,কালশিরা হিন্দু ক্রেডিট ইউনিয়নের সভাপতি প্রমুখ। সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন মুকুল হালদার, উপজেলা ব্যবস্থাপক কাল্ব লিঃ।
সভায় বক্তারা বলেন, ২০১৫সালের ২৫ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়ে এই ক্রেডিট ইউনিয়নটি চিতলমারী উপজেলার সকল জনসাধারণের জন্য সমবায়ের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত এই প্রতিষ্ঠান চিতলমারী উপজেলায় সদস্যদের মাঝে প্রায় ছয় কোটি ষাট লক্ষ টাকা ঋণ বিতরণ করেছে। সদস্যদের জীবন মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহন করেছে। সভায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে বলে বার্ষিক প্রতিবেদনে পেশ করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিতে বার্ষিক প্রতিবেদন পেশ ও ২০১৯-২০ অর্থবছরের বজেট পেশ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও লটারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।