চলতি আমন সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে স্মারক নং-১৩.০১.০০০০.০৯১. ৪৫.১৬৯.১৯.৬৬, তাং-২০/১০/১৯ইং খাদ্য অধিদপ্তর মিল সার্ভে না করিয়া নিজের মত করে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আর্থিক সুবিধার বিনিময়ে সার্ভে রিপোর্ট খাদ্য অধিদপ্তরের চিঠির ৩নং একটি কলামে উল্লেখ্য আছে একটি বৈদ্যুতিক সংযোগ ও গুদাম সহ অন্যান্য আনুষাঙ্গিক ব্যবস্থাদির বিপরীতে কোন অবস্থাতেই একাধিক মিলের লাইসেন্স প্রদান করা যাবে না। সরকারী বিধি তোয়াক্কা না করে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে মেসার্স প্রধান এগ্রো ফুড ইন্ড্রাঃ ২৩৩.৬৭৭ মেঃ টন এবং মেসার্স তানিয়া এগ্রো ফুড ইন্ড্রাঃ ২২৬.৫৯৬ মেঃ টন, ২টি নামের বিপরীতে একটি মিটার। মেসার্স প্রধান ফুড এগ্রো ইন্ড্রাঃ ২৪৩.৪১৪ মেঃ টন, মেসার্স ফুড এগ্রো ইউনিট ২৪০.৮৬০ মেঃ টন, মেসার্স প্রধান চালকল ১১.৯৬৬ মেঃ টন ও মেসার্স প্রধান অটো চালকল ৩৬.৫৯৩ মেঃ টন, ৪টি নামের বিপরীতে একটি মিটার। এছাড়াও আরও একটি রাইচ ব্র্যান্ড অয়েল মিলের একটি মিটারের আওতায় আছে। মেসার্স প্রধান ব্র্যাণ অয়েল মিল, নাজির হোসেন, মহিমাগঞ্জ, মেসার্স নেহান অটো আতপ চালকল ৮.৫৫ মেঃ টন এবং মেসার্স নেহান এগ্রো ইন্ডাঃ ৫.৪৩৯ মেঃ টন, প্রোঃ জাকিরুল ইসলাম ডলার, ২টি নামের বিপরীতে একটি মিটার অবৈধ ভাবে সংযোগ প্রদান দেখানো হয়। উল্লেখ যে, এসব বরাদ্দ একই ব্যক্তি মোঃ নাজির হোসেন প্রধানের নামে বে-নামে প্রায় ১ হাজার ৭ টন চাল বরাদ্দ হয়। অথচ গোবিন্দগঞ্জে মোট মিলারের সংখ্যা ২ শ ৬২ জন। তাদের জন্য বরাদ্দ বাকী ২ হাজার ১৬ টন। এসব অনিয়ম, দুর্নিতী বন্ধে সার্বিক তদন্ত করে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে প্রসাশনের দৃষ্টি আকর্ষন করছে চালকল মালিক ব্যবসায়ীরা। এ ব্যাপারে জেলা ও উপজেলা খাদ্য কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, কেউ ফোন রিসিভ করে নাই। নাম প্রকাশে অনিচ্ছুক। এক ব্যবসায়ী বলেন, এটা সরকারকে বৃদ্ধা আঙ্গুল দেখানো হয়েছে। আমরাও সরকারকে হাজার হাজার টাকা রাজস্ব দিয়ে থাকি। তবে এ অনিয়ম মেনে নেওয়া যায় না। এ বিষয়ে সচেতন মহলের পক্ষে এক আবেদনে বিষয়টি সার্বিক তদন্ত করে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছে।