খ্্িরস্টান ধর্মালম্বীদেও সবচেয়ে বড় উৎস ববড়দিন। এ দিনটিকে ঘিওে মুন্সীগঞ্জের সিরাজদিখানে রশুলপুওে চলছে আনন্দ উৎসব। সাধু যোশেফ গীর্জায় গত বুধবার ১২ টা ১ মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন শুরু হয়। এর আগে রাত সাড়ে ১১ টায় কেক কাটেন ফাদার ফ্রান্সিস ডিকস্টার। জেলা পুলিশের পক্ষ থেকে ফল ও ফুলদিয়ে শুভেচ্ছা জানান থানা কর্মকর্তা ইনচার্জ মো. ফরিদ উদ্দিন। বড়দিন উদযাপন উপলক্ষে ব্যপক নিরাপত্তায় ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জেলার সরাজদিখানের ৩ গ্রামের ৩ শ ৮৫ টি পরিবারেই নানা আয়োজন ছিল পালন করছে বড়দিন আনন্দ উৎসবের মধ্য দিয়ে। উপাসনালয় ও বাড়িতে বাড়িতে সাঁজানো হয়েছে ব্যাপক সাঁজে, আলোক সজ্জা, ক্রিস্টমাসট্রি, গোশালা তৈরীসহ রঙিন সাজে সজ্জ্বিত এই খ্রিস্টান পল্লি। গীর্জার অভ্যন্তওে মাদার মেরীর কোলেযী শুখ্রিস্টের প্রতিচ্ছবি আরো দৃষ্টিনন্দন করেছে।