বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীমঙ্গলের হরিণছড়া গারো পল্লীতে মঙ্গলবার রাতে উদযাপিত হলো বড়দিনের উৎসব।
মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে গারো পল্লীর খৃস্টান ধর্মাবলম্বীদের নিয়ে বড় দিনের কেক কাটেন। বিপুলসংখ্যক খৃস্টান ধর্মাবলম্বীদের উপস্হিতিতে অন্ষ্ঠুানটি একসময় পরিনত হয় মিলনমেলায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, এসি ল্যা- মাহমুদুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান ও রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি প্রমুখ।
বড়দিনের অন্ষ্ঠুানে প্রতিবন্ধিসহ নৃ- তাত্বিক জনগোষ্ঠীর অস্বচ্ছল মানুষের মাঝে ১০০ কম্বল বিতরন করা হয়।
পরে স্হানীয় নৃ-তাত্বিক জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অন্ষ্ঠুান।