কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানার বদলী জনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান গতকাল বিকাল ৪টায় উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা প্রশাসনের নতুন ভবনে অণুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ, জেলা পরিষদ সদস্য শেখ মনিরুজ্জামন ঝুমুর,উপজেলা প্রানী সম্পাদ কর্মকর্তা ডাঃ দেবেন্দ্র নাথ সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান,শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা,সমাজ সেবা কর্মকর্তা শেখ আসিফুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, ইউনিয়ন চেয়ারম্যান তাসলিমা বেগম,ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ পঙ্কজ কান্তি অধিকারী। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানা কচুয়া থেকে বদলী হয়ে ঢাকা বানিজ্য মন্ত্রনালয়ে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অনুরুপ ভাবে কচুয়া অফিসার্স ক্লাব, লেডিস ক্লাব, সরকারী শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ কচুয়ার পক্ষ থেকে ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানাকে বিদায় সংবর্ধনা জানানো হয়।