২৩ডিসেম্বর সোমবার কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনের ধাক্কায় এক শতবর্ষী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর শুনে এলাকার মানুষ লাশ এক নজর দেখতে তার বাড়ীতে ভিড় জমায়।
এলাকাবাসী জানান, রমনা হতে পার্বতীপুরগামী আপ-৪২১ ট্রেনটি ২৩ডিসেম্বর সোমবার বিকালে রাজারহাট রেল ষ্টেশন অতিক্রম করে হাতকাঁটা বাজার নামক এলাকায় জসিম উদ্দিন(১০০) বছরের এক বৃদ্ধ রেলক্রসিং পারাপারের সময় ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়। জসিম উদ্দিনের বাড়ী উপজেলার রাজারহাট ইউনিয়নের সুন্দরগ্রাম পুঁটিকাঁটা মাল্লীর পাড় গ্রামে বলে জানা গেছে। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক নিশ্চিত করেছেন।