রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ কেরামতিয়া মসজিদের দক্ষিনে মুন্সিপাড়া তেতুলতলা এলাকা হতে ধৃত আসামী মোঃ ফজলুল হক @ ফজলু (৪০), পিতা- মোঃ আকবর আলী, সাং- সরামৌজা, থানা- কুড়িগ্রাম সদর, জেলা- কুড়িগ্রাম, এ/পি- সাং- মুন্সিপাড়া তেতুলতলা (জনৈক শিপন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে তার নিজ বসতবাড়ী থেকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ বীরভদ্র মৌজাস্থ, মাহিগঞ্জ বীরভদ্র বালিকা দাখিল মাদ্রাসার সামনে পাকার রাস্তার থেকে ৩০ গ্রাম গাঁজাসহ আসামী মোঃ রবিউল ইসলাম (৩৫), পিতা- মোঃ শহিদুল ইসলাম, মাতা- মোছাঃ রাবেয়া বেগম স্থায়ী : গ্রাম- বীরভদ্র বালাটারী, উপজেলা/থানা- মাহিগঞ্জ, রংপুর-কে গ্রেফতার করা হয়। মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ লালবাগ মুরগী হাটির সম্মুখ থেকে ২০ গ্রাম গাঁজাসহ আসামী মোঃ সেলিম(২৬), পিতা-মোঃ আবেদ আলী, সাং-পীরগাছা, থানা-পীরাগাছা, জেলা-রংপুর, মোঃ জয়নাল আবেদীন(৫৫), পিতা-মৃত নছিব উল্লাহ, সাং-কেডিসি রোড আলমনগর, থানা-তাজহাট, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর-দ্বয়কে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাকোতয়ালী থানায়-৭ জন, তাজহাট থানায়-৬ জন, মাহিগঞ্জ থানায়-১ জন, হারাগাছ থানায়-২ জন এবং হাজিরহাট থানায়-১ জনসহ মোট-১৭ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২২৭ টি মামলা দায়ের করা হয়।