শুরুতে এগিয়ে গেল লাৎসিও। প্রথমার্ধের শেষ দিকে পাওলো দিবালার গোলে সমতা ফেরাল ইউভেন্তুস। দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে গেল কোপা ইতালিয়ার চ্যাম্পিয়নরা। এবার আর সমতা ফেরাতে পারেনি ইটালিয়ান সুপার কাপের সফলতম দলটি। তাদের হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতে নিল লাৎসিও। রিয়াদে রোববার রাতে ইটালিয়ান সুপার কাপের ৩২তম লড়াইয়ে ৩-১ গোলে জিতেছে লাৎসিও। এ নিয়ে এই প্রতিযোগিতায় তিনবার ইউভেন্তুসকে হারাল তারা। এই মৌসুমে ইউভেন্তুস কেবল দুটি ম্যাচ হেরেছে। দুটিই এই মাসে, একই ব্যবধানে এবং একই দলের বিপক্ষে! ষোড়শ মিনিটে এগিয়ে যায় লাৎসিও। সার্জেই মিলিনকোভিচ-সাভিচের কাছ থেকে বল পেয়ে ১০ গজ দূর থেকে বল জালে পাঠান লুইস আলবার্তো। বিরতির খানিক আগে দিবালার গোলে সমতা আনে ইউভেন্তুস। ক্রিস্তিয়ানো রোনালদোর শট কিপার ঠিক মতো ফেরাতে না পারলে বল পেয়ে যান আর্জে