রংপুরে মামলা করায় বাদিকে হুমকির অভিযোগ দেয়ার খবর পাওয়া গেছে। রংপুরের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা করায় বাদি আনিছা খাতুনকে প্রাণনাশের হুমকি দিয়েছে মামলার আসামী পক্ষরা। এ চক্রটি প্রভাবশালী হওয়ায় বাদি নিরাপত্তায় ভুগছে। এ মামলার পরবর্তি শুনানী রয়েছে আগামী বছরের ৯ জানুয়ারী তারিখে।
মামলার আসামী তৌহিদুল ইসলাম, আনিছুল ইসলাম তহমুল ইসলামসহ অন্যান্য আসামীরা দীর্ঘদিন ধরে মামলায় টালবাহানা চালিয়ে আসছেন। সেইসাথে স্বামী হত্যার বিচার চেয়েও নিরুপায় হয়ে ঘুরছেন আনিছা খাতুন। বাদি অনেকটা অসহায় হওয়ায় রংপুরের বিজ্ঞ জুডিসিয়াল মিঠাপুকুর আমলী আদালতে মামলা দায়ের করেছেন। যার নং ১৮৯/১৯।
মামলাটি স্বাভাবিক গতিতে চলমান রাখতে ও স্বামী হত্যার বিচার পেতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ।