আগামী বছরের শুরুতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা কাটছে না। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে চিঠি চালাচালি চললেও সফরের সময়সূচি চূড়ান্ত হচ্ছে না। বাংলাদেশ চায় জানুয়ারিতে তিন টি-২০ খেলেই পাকিস্তান থেকে ফিরতে। দুই টেস্ট পরে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক। পাকিস্তান অনড় দেশের মাটিতে সব ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে। দেশের বাইরে হোম সিরিজ খেলবে না পাকিস্তান। সফর কেন্দ্রিক অনিশ্চয়তার কারণেই কি না বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা ঢিমেতালে এগোচ্ছেন। পাকিস্তান সফরের দল গঠন নিয়ে এখনই ভাবছেন না নির্বাচকরা। বঙ্গবন্ধু বিপিএলের অর্ধেক শেষ হওয়ার পরই দল নিয়ে চিন্তা করবেন নির্বাচকরা। ততদিনে সফরের গতি-প্রকৃতিও ঠিক হয়ে যাবে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এমনটাই বলেছেন। বর্তমানে বিপিএলে ক্রিকেটারদের পারফরম্যান্স পরখ করছেন নির্বাচকরা। পাকিস্তান সফরের দল গঠন সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রামে প্রধান নির্বাচক সাংবাদিকদের বলেছেন, ‘দল নিয়ে এখনই সেভাবে চিন্তা করতে পারছি না। বিপিএল অর্ধেক শেষ না হলে সেভাবে চিন্তা করা যাচ্ছে না। অর্ধেক টুর্নামেন্ট শেষ হোক, এরপরে আমরা চিন্তা করব।’ বিসিবির সবুজ সংকেত পেলে যথাসময়ে দল তৈরি করবেন নির্বাচকরা। মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমাদের প্রস্তুতি আমাদের নিয়ে রাখতে হবে। আমাদের যেহেতু একটা সময় আছে, এই সময়ের মধ্যে একটি দল আমরা ঠিকই তৈরি করে রাখতে পারব।’ সবকিছু ঠিক থাকলে জানুয়ারির তৃতীয় সপ্তাহেই পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ দল। আপাতত প্রতিশ্রুতি রক্ষায় পাকিস্তানের মাটিতে তিন টি-২০ খেলতে দল পাঠাতে রাজি আছে বিসিবি।