শ্রীমঙ্গলে আজ থেকে ন্যায্যমুল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ ( টিসিবি)। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
আজ সকাল থেকে শহরের ষ্টেশন রোড, ভানুগাছ রোড, চৌমোহনাসহ বিভিন্ন স্হানে টিসিবি ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করে। প্রতিকেজি ৪৫ টাকা দরে প্রতিজন এক কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন।
আজ প্রথম দিনে ৫ টন পেঁয়াজ সাধারনের মাঝে ৪৫ টাকা কেজি দরে বিক্রি করেছে বলে জানিয়েছে টিসিবি।
সংশ্লিষ্ট জনসাধারনকে শান্তি-শৃংখলা বজায় রেখে নির্ধারিত শর্তে পেঁয়াজ ক্রয় করার জন্য অনুরোধ জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।