মুন্সীগঞ্জে জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের বাসিরা গ্রামে জায়গা-জমি সংক্রান্ত ঝগরায় দেবরের সাবালের আঘাতে ভাবীর মুত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার উপজেলার কলমা ইউনিয়নের বাসিরা গ্রামের জুলহাস হাওলাদারের ছোট ভাই আল আমিন বাড়িতে বাশ দিয়ে পুকুরে যাবার পথে বেড়া দিতে গেলে বাধা দেয় তার বড় ভাবী পারুল বেগম(৩৩)। এক পর্যায়ে বাড়ির উপরে বেড়া দিতে পারুল বেগম নিষেধ করেন। নিষেধ অমান্য করে পুনরায় সাবাল দিয়ে বাশ গাথার কাজ চালিয়ে যায় আল আমিন। কথা কাটাকাটির এক পর্যায়ে আল আমিনের হাতে থাকা সাবাল দিয়ে ভাবী পারুল বেগমের মাথায় সজোরে আঘাত করলে পারুল বেগম মাটিতে লুটিয়ে পরেন। অবস্থা বুঝে আল আমিন পালিয়ে যায়। বাড়ির লোকজন ছুটে এসে পারুল বেগম কে প্রথমে টঙ্গীবাড়ি হাসপাতালে পড়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রোগীর অবস্থা গুরুত্বর হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০ টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. আলমঙ্গীর হোসাইন জানান, লাশটি এলাকায় এনে গোপনে মাটি দেয়ার পায়তারা চলছিল এমন খবরের ভিত্তিতে পুলিশ পাঠিয়ে লাশটি লৌহজং থানায় নিয়ে আসা হয়। তবে হত্যার ঘটনাটি অত্যন্ত দু:খজনক। পারুল বেগমের ৩ টি মেয়ে এবং ১ টি ছেলে রয়েছে ছোট কন্যা সন্তানের বয়স মাএ ৬ মাস। এই বিষয়ে থানায় একটি হত্যা মামলা নেয়া হয়েছে। আসামীরা পলাতক রয়েছে খুব দ্রুত আসামী ধরে আমরা আইনের আওতায় আনব এবং আপরাধীর দৃষ্ঠান্ত মুলক শাস্তির ব্যবস্থা করা হবে।
সোমবার সকালে অপরাধী আল আমিন, তার স্ত্রী সাদেকা বেগম ও আল আমিনের ছোট বোন সহ ৩ জনকে আসামী করে পারুলের বাবা আকবর হোসেন বাদী হয়ে লৌহজং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।