নওগাঁর মান্দায় রাতে কম্বল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করছেন ইউএনও আব্দুল হালিম। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে গত কয়েকদিন ধরেই তিনি এভাবে শীতবস্ত্র বিতরণ করছেন। শীত উপেক্ষা করে ইউএনও আব্দুল হালিমের ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলা সকল শ্রেণি-পেশার মানুষ।
এরই ধারাবাহিকতায় রোববার গভীর রাত পর্যন্ত উপজেলা বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লী, আবাসন প্রকল্পসহ বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ৫ শতাধিক কম্বল বিতরণ করেন ইউএনও। জানা গেছে, উপজেলার কির্তলী আবাসন প্রকল্প, একটি খ্রীষ্টিয়ান পল্লী, কালীসফা, মহানগর ও ঘাটকৈর ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লীসহ কবুলপুর ও চোয়াপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এছাড়া ফেরিঘাট এলাকায় নিয়োজিত নৈশপ্রহরীদের মাঝেও বিতরণ করা হয়েছে শীতবস্ত্র।
ইউএনও আব্দুল হালিম জানান, চলমান শৈত্যপ্রবাহের সময় ছিন্নমুল মানুষের পাশে দাঁড়িয়েছে মান্দা উপজেলা প্রশাসন। সরকারের দেয়া শীতবস্ত্র প্রকৃত মানুষের নিকট পৌঁছে দেয়া নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের হাতে কম্বলগুলো তুলে দেয়া হচ্ছে।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, আনসার ও ভিডিপি কর্মকর্তা শরীফ হোসেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কামরুজ্জামান সরদার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, তোফাজ্জল হোসেন তোফা প্রমুখ উপস্থিত ছিলেন।