ভারতে থাকা বাংলাদেশিরা চাইলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্টিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোওয়াল বলেছিলেন, ‘বাংলাদেশ থেকে আর কেউ আসামে ঢুকতে পারবে না’। এর প্রেক্ষিতে সেখানকার বাংলাদেশিরা দেশে ফিরতে চাইলে তাদের ফিরিয়ে আনা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা চাইলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।’
এ সময় হিন্দু সম্প্রদায়ের ওপর বিএনপির অত্যাচারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২০০১ সালে হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছিল, তা স্বাধীনতা যুদ্ধের বর্বরতাকেও হার মানিয়েছিলো। সেই সময় অনেকেই তাদের জান-মালের নিরাপত্তা রক্ষায় দেশ ছেড়ে পালিয়েছিলেন।’
এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এক মন্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। শাক দিয়ে মাছ ঢাকা যায় না।’