বাগেরহাটের চিতলমারীতে বহু প্রতিক্ষিত মরা মধুমতি, চিত্রা, ভৈরবসহ ৫৫টি নদী-খাল খননের কাজসহ নদী পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় চিতলমারী সদর বাজারের বড় ব্রিজের পাশ থেকে এ অভিযান শুরু হয়। এ সময় শত শত উৎসুক লোকজন এ অভিযান দেখতে ভিড় জমান। এ অভিযানকে এলাকাবাসি সাধুবাদ জানিয়েছেন।
জেলা পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান জানান, দেশব্যাপি নদী-খাল খনন ও উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে চিতলমারীতে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরই ধারা বাহিকতায় প্রথমে নদী ও খালের পাশে অবৈধ ভাবে যারা স্থাপনা নির্মণ করেছে সেগুলি অপসারণের কাজ চলছে। পাশাপাশি এ সকল নদী-খাল খননের মাধ্যমে জোয়ার-ভাটার গতি ফিরিয়ে আনা হবে। পর্যায় ক্রমে কৃষি প্রধান এ এলাকার মরা মধুমতি, চিত্রা, ভৈরবসহ ৫৫টি নদী-খাল খননের কাজ হাতে নেওয়া হয়েছে বলেও তিনি অভিমত প্রকাশ করেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মো. শাহিনুর জামান, জেলা পানিউন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, সদর ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন শেখসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ।
এলাকার কৃষক সদানন্দ ম-ল, বরেন ঘরামি, শুকলাল বালাসহ অনেক চাষিরা উৎসাহ প্রকাশ করে জানান, গত ত্রিশ বছরে এ এলাকায় নদী-খাল খনন না করার ফলে অধিকাংশই ভরাট হয়ে আছে। ফলে বোরো মৌসুমে ও সবজি চাষাবাদে প্রয়োজনীয় পানির চরম সংকট দেখা দেয়। এছাড়া নাব্যতা সংকটের কারণে নৌযান চলাচল করতে না পারায় মালামাল আনা নেওয়ার জন্য দুর্ভোগের অন্ত নেই। গত ত্রিশ বছর খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করায় তারা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনকে সাধুবাদ জানিয়েছেন।