ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর কিছু ঘটিয়ে মাঝেমধ্যেই আলোচনায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘ঢাবিতে নুর ও তার সহযোগীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা দুঃখজনক, নিন্দনীয়, অমার্জনীয়। আমরা এ ধরনের হামলা সমর্থন করি না। আর তাই যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হবে। তবে বহিরাগতদের নিয়ে নুর কেন ডাকসু ভবনে গেলো তা রহস্যজনক। ডাকসুর কাজ ছাত্রদের নিয়ে কাজ করা, ভারতের রাজনৈতিক বিষয় তো তাদের কাজ নয়।’
সোমবার (২৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘অনেকেই রাজনীতিকে ঘোলাটে করে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। আর এ ঘটনা ঘটিয়ে তারা সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছে কিনা তা খতিয়ে দেখা হবে। মুক্তিযুদ্ধ মঞ্চে ছাত্রলীগ ও ছাত্রফ্রন্টের নেতারাও থাকতে পারে। আবার মুক্তিযুদ্ধের চেতনায় যেকোনো ছাত্র সংগঠনের নেতারাও এই ধরনের ঘটনা ঘটাতে পারে। মূল কথা হলো ঘটনাটি ঘটেছে মঞ্চের ব্যানারে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১১ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছি। সম্প্রতি আমাদের সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। অতীতে রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে। জিয়াউর রহমান রাজনীতিকে হাট বানিয়েছেন। খালেদা জিয়া তার ষোলকলা পূর্ণ করেছেন। বাংলাদেশ একসময় ছিল ‘তলাবিহীন ঝুড়ি’। আজ এই দেশ আর তলাবিহীন ঝুড়ি নয় বরং উপচেপড়া দেশ। আওয়ামী লীগে নিয়মিত সম্মেলন হয় যা অন্য দলে হয় না। গণতান্ত্রিক পথে আওয়ামী লীগের নেতা নির্বাচিত করা হয়, যা অন্য দলে হয় না। তাই আওয়ামী লীগের সম্মেলন অনেক দলের জন্য অনুকরণীয়। প্রধানমন্ত্রী আমাকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই মর্যাদা আমি রক্ষা করবো।’
প্রসঙ্গত, রোববার (২২ ডিসেম্বর) দুপুরে নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ঢাবির ডাকসু ভবনে ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হন। তাদেরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।