ঘন কুয়াশা আর শৈত প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েছে কর্মজীবী ছিন্নমূল মানুষ। হাসপাতাল গুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। সোমবার দুপুর একটা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। দুপুরের পর থেমে থেমে কুয়াশা ভেদ করে সূর্য্যরে দেখা মিললেও রোদে কোনো তাপ অনুভূত হয়নি। ফলে চরম কষ্টে পড়ে শিশু ও বৃদ্ধরা। খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে সাধারণ মানুষকে।
এদিকে, কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশার কারণে দিনের বেশির ভাগ সময়ে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের আশাদুল ইসলাম জানান, খুব শীত। সকালের দিকে বাইরে বের হতে খুব কষ্ট হয়। বিশেষ করে গরিব মানুষ বেশি বেকায়দায় পড়েছে।
উদয়পুর গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারে গিয়ে দেখা গেল, ঠান্ডায় জড়োসড়ো অবস্থা তাদের। সে বাসার গৃহকর্মী লিমা খাতুনের অভিমত, গত দশ বছরের মধ্যে এমন ঠান্ডা আর পড়েনি। লেপের নিচ থেকে বের হতে ইচ্ছা করে না। তিন-চারটা কাপড়-মোজা পরে কম্বলের নিচে থাকেন। তারপরও খুব ঠান্ডা লাগছে। তাই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন।
ওই গ্রামের বৃদ্ধ কাশেম মন্ডল বলেন, ‘সকাল গড়িয়ে দুপুর হতে গেল, তবুও রোদের দেখা পেলাম না। শীত সহ্য করতে পারছি না। সরকারি কম্বল আমাকে একটা দিয়েছে। কিন্তু তাতে শরীর গরম হচ্ছে না। তাই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছি।’কৃষক রহমত মিয়া বলেন, ‘শীতের কারণে আমরা ঘরে বসে থাকলে সমস্যায় পড়বো। ফসল না বুনলে খাবো কী?’রিকশাচালক হারিস মিয়া বলেন, ‘আমরা দিন আনি দিন খাই। কিন্তু কুয়াশার সাথে খুব ঠান্ডা।’
এদিকে গত কয়েকদিনে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা।
ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজকুমার নাথ বলেন, ‘দরিদ্র মানুষের শীতের কষ্ট নিবারণের চেষ্টা চালাচ্ছি। সরকারের পক্ষ থেকে দেওয়া কম্বল বিতরণ করা হচ্ছে। এছাড়া স্থানীয় দানশীলরাও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন।’